প্রকাশিত: ০৩/০৪/২০২১ ২:২৬ পিএম

প্রথম আলো::
করোনাকালীন বিভিন্ন দেশের মানুষের দুর্দশা সম্পর্কে জানতে গিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী শিশুদের কথা জানতে পারে সোমা সুজুকি ও তার বোন আন এবং তাইকি চোক্কি ও তার ভাই ইয়ুকি। যাদের সবার বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে।

ছোট্ট শিশুরা জাপানের টোকিওর কাছের গুন্মা জেলার ছোট শহর ওতার একটি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী। রোহিঙ্গা শরণার্থীশিবিরে থাকা শিশুদের জন্য ‘ক্রাউড ফান্ডিং’ নামে একটি তহবিল খোলে এই চার শিশু। এমন উদ্যোগের জন্য জাপানে তাদের পুরস্কারও দেওয়া হয়েছে।

শুরুতে তাদের উদ্দেশ্য ছিল ১ লাখ ইয়েন বা আনুমানিক ৯০০ মার্কিন ডলার সংগ্রহ করে সেই টাকায় লেখাপড়ার সামগ্রী কিনে বাংলাদেশে পাঠানো। কিন্তু ক্রাউড ফান্ডিংয়ে যে এত সাড়া পাওয়া যাবে, তা ওরা ভাবতে পারেনি। গত বছর আগস্ট মাস থেকে শুরু করে অক্টোবরের শেষ পর্যন্ত তিন মাসে প্রায় ২৭ হাজার মার্কিন ডলারের (৩০ লাখ ইয়েন) বেশি অর্থ জমা পড়ে তহবিলে।

বিজ্ঞাপন

জাপানের দৈনিক পত্রিকা মায়নিচি শিম্বুনের এক প্রতিবেদনে বলা হয়, তাদের এমন ব্যতিক্রমী উদ্যোগের জন্য এ বছর জানুয়ারিতে ওই চার শিশুকে ‘সিটিজেন অব দ্য ইয়ার’ পুরস্কার দেওয়া হয়েছে। ব্যতিক্রমী সমাজসেবায় যারা জড়িত, তাদের উৎসাহিত করতে পুরস্কারটি দেওয়া হয়।

এদিকে তহবিলে জমা হওয়া অর্থ কীভাবে খরচ করলে ভালো হবে, সেই উপদেশ নিতে দলের সবচেয়ে বড় সদস্য—১২ বছর বয়সী সোমা সুজুকি টেলিফোনে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতোর সঙ্গে কথা বলে। রাষ্ট্রদূতের কাছ থেকে রোহিঙ্গা শরণার্থী শিশুদের সম্পর্কে বিস্তারিত জানতে পারে সোমা। রাষ্ট্রদূতের পরামর্শে মোট জমা হওয়া অর্থ কয়েকটি অংশে ভাগ করে প্রতি তিন মাস অন্তর বিতরণের সিদ্ধান্ত নেয় শিশুরা। এরপর ৪ লাখ ইয়েন বা ৩ হাজার ৬০০ ডলারের প্রথম চালান জানুয়ারি মাসে তারা শরণার্থীশিবিরের একটি কার্যালয়ে পাঠায়, যা দিয়ে স্কুলের শিক্ষার্থীদের জন্য খাতা, স্কুলব্যাগ এবং বইপত্র কেনা এমনকি স্কুল ভবন মেরামতের কাজেও ব্যবহার করা হয়।

চলতি মাসে দ্বিতীয় চালান পাঠানোর আগে শরণার্থীশিবিরের স্কুলগামী শিক্ষার্থীদের সঙ্গে টেলিফোনে সরাসরি কথা বলে ওদের প্রয়োজনীয়তা সম্পর্কে জানার পরিকল্পনা করছে সোমা-চোক্কিরা।

রাষ্ট্রদূত ইতোর সঙ্গে কথা বলতে পেরে সোমা সুজুকি বেশ অনুপ্রাণিত। রাষ্ট্রদূত তাকে বলেছেন, অল্প অল্প করে হলেও এই কাজ যেন তারা অব্যাহত রাখে।

জাপানি পত্রিকা মায়নিচি শিম্বুনকে দেওয়া এক সাক্ষাৎকারে ১০ বছর বয়সী তাইকি চোক্কি বলেছে, এই প্রকল্পে জড়িত হওয়ার মধ্য দিয়ে শরণার্থীদের সম্পর্কে এবং শরণার্থী শিশুদের দুর্দশা সম্পর্কে অনেক কিছু সে জেনেছে। এর আগে এসবের কিছুই তার জানা ছিল না। এসব বিষয়ে আরও বেশি কিছু জানতে পারলে একটু একটু করে পরিস্থিতির উন্নতি হবে বলে তাইকির বিশ্বাস।

পাঠকের মতামত

৫ বছর পর জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু জান্তাশাসিত মিয়ানমারে

অবশেষে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের ...

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি জানুয়ারিতে

রাখাইনের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি জানুয়ারিতে শুরু হচ্ছে। ...

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

‘গ্লোবাল রিফিউজি ফোরাম (জিআরএফ) প্রোগ্রেস রিভিউ ২০২৫’ শুরু হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ...