প্রকাশিত: ১০/০১/২০২১ ৫:৫৮ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি:
১০ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ উখিয়া উপজেলা শাখার আওতাধীন রাজাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তার বক্তব্যে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, “বঙ্গবন্ধুর স্বদেশ আগমনের মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছিলো বাঙ্গালির বিজয়, দিনটিতে উদিত হয় স্বাধীন বাংলাদেশের নবযাত্রার সূর্য”।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরী।

এসময় রাজাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলী হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাক্টর, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল হক খান, কক্সবাজার জেলা কৃষক লীগের সহ সভাপতি কাজী আক্তার উদ্দিন টুনু, সাবেক ছাত্রলীগ নেতা এড. রবি চন্দ্র দাশ রবি, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদক বৃন্দ, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তসলিমা আক্তার রুমানা সহ অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোহাম্মদ ইব্রাহিম।

আলোচনা সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

উখিয়ায় রাতের আঁধারে অবৈধ মাটি উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ...

সালাহউদ্দিন আহমদের নির্বাচনী সম্ভাব্য ব্যয় ৫০ লাখ, উৎস নিজস্ব তহবিল

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নির্বাচনী সম্ভাব্য ব্যয় ...

ভুক্তভোগীদের আর্তনাদ-‘বন্ধ হোক ঘুষের রাজত্ব’উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও অনিয়মের মহোৎসব

সীমান্তবর্তী কক্সবাজারের উখিয়া সাব-রেজিস্ট্রার অফিসে চলছে লাগামহীন দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের মহোৎসব। সিসিটিভি থাকা সত্ত্বেও ...