প্রকাশিত: ১২/১১/২০১৯ ১২:৪২ পিএম

প্রেস বিজ্ঞপ্তি :
নওশন নাওয়ার নিতু কক্সবাজারের শ্রেষ্ট শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। সে কক্সবাজার মডেল হাই স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। জাতিয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে কক্সবাজার শিক্ষা অফিসের বিবেচনায় নিতু এই বিরল সফলতা অর্জন করেন। ১১ নভেম্বর বিকালে জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে জেলা শিক্ষা অফিসার মোঃ ছালেহ উদ্দীন চৌধুরী নওশন নাওয়ার নিতুর হাতে সম্মানা ক্রেস্ট এবং সনদ প্রদান করেন। একই সাথে নিতু জেলা পর্যায়ে লোক সংগীত বিভাগে ১ম স্থান অর্জন করাই তাকে সনদও ক্রেস্ট প্রদান করেন। এ সময় নিতুর গর্বিত পিতা শহরের বাহারছড়ার বাসিন্দা জেলার প্রথম শ্রেনীর ঠিকাদার ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি জসিম উদ্দিন এবং মা শিক্ষানবিস আইনজীবি মর্জিনা আকতার উপস্থিত ছিলেন। নিতুর এই বিরল সফলতায় কক্সবাজার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক কে.এম রমজান আলী এবং শিক্ষক-শিক্ষাকাদের প্রতি কতৃজ্ঞ।

পাঠকের মতামত

কুতুপালং ক্যাম্পে গুলিতে রোহিঙ্গা যুবকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে দেলোয়ার হোসেন (এমারসি–৫৩৫৪১) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু ...

জেলা আমীরের অভ্যর্থনা—শাহজালাল চৌধুরীর ফিরে আসায় দলের ভরসা আরও দৃঢ়

সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার দায়িত্বশীল নেতা এডভোকেট শাহজালাল চৌধুরী ...