ad

গাড়িতে অশালীন অবস্থায় তারকা ক্রিকেটার!

ঢাকা: অস্ট্রেলীয়ার তারকা ক্রিকেটার নাথান লায়ন। গত বছরে লায়নের সঙ্গে পার্থের রিয়েল এস্টেট এজেন্ট এমা ম্যাককার্থিকে একটি গাড়িতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল। ভাইরাল হয়ে যাওয়া সেই ছবিগুলিতে লায়নকে দেখা যায় একান্ত মুহূর্তে। তার পরে লায়নের পারিবারিক জীবনেও ভাঙন নেমে এসেছিল। মেল ওয়ারিংয়ের সঙ্গে একদশকেরও বেশি দাম্পত্যে ইতি পড়ে সেই ছবিগুলির সৌজন্যে। মেল ওয়ারিং-নাথান লায়নের একজোড়া সন্তানও রয়েছে।

সেই সময়েই লায়নের বিরুদ্ধে পর পর অভিযোগ এনেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী। প্রাক্তন স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে ‘লাইফ অফ লায়ন’ নামে আস্ত একটা ব্লগই খুলে ফেলেছিলেন। সেখানেই সম্প্রতি ‘অ্যালোন’ শীর্ষক এক পোস্টে তিনি লেখেন, ‘লায়নকে ছেড়ে আগে কখনও বুঝতে পারিনি, নিঃসঙ্গতা কী জিনিস। ওঁর বিদায় জানানোটা আমাকে বেশি আঘাত দেয়নি। কারণ, আমরা এমন এক জীবন-যাপন করতাম যেখানে বেশির ভাগ সময়ে ও বিদেশে থাকত।’

এরপরেই ওয়ারিং লিখেছেন, ‘তবে সাম্প্রতিক পরিস্থিতি অনেকটা অন্যরকম। আমি শক্ত থাকার, সাহসী হওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছি। তবে আজকে দুর্বল মনে হচ্ছে নিজেকে। নিজেকে ছোট এবং বড্ড একা লাগছে।’

লায়নের প্রাক্তন স্ত্রী লিখেছেন, ‘আমাকে প্রায়ই শুনতে হয়, মেয়েদের কোনও কিছুতেই বিচলিত হতে নেই। এমন কথা স্বস্তি দেয়। তবে বর্তমানে ভীষণই কষ্টে রয়েছি।’

প্রসঙ্গত, শুধু লায়ন নয় গত দেড় বছর ধরে ভারতীয় পেসার মোহম্মদ সামির ব্যক্তিগত জীবনে কার্যত ঝড় বয়ে গিয়েছিল। ক্রিকেট ক্যারিয়ারই শেষ হতে বসেছিল তারকা এই পেসারের। তবে সমস্ত বাধা কাটিয়ে সামিকে স্বমহিমায় দেখা গিয়েছে সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন