প্রকাশিত: ০৫/০৭/২০২০ ১০:৩৩ এএম

ইমাম খাইর, কক্সবাজার::
হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মহাপরিচালক কক্সবাজারের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন মাওলানা আবুল হাসান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে পিএমখালী ইউনিয়নের ধাওনখালীর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাওলানা আবুল হাসান বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিকস সহ উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগছিলেন।

মরহুমের নামাজে জানাযা বিকাল ৪ টায় পিএমখালী ইউনিয়নের ধাউনখালী পূর্ব পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভাতিজা মুজিবুল্লাহ।

মাওলানা আবুল হাসান ধাওনখালী এলাকার মৃত তোফাইল আহাম্মদের ছেলে এবং হোটেল মোটেল গেষ্ট হাউজের সদস্য, হোটেল সী কক্স এর মালিক জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার অবৈতনিক পরিচালক, শিক্ষাবিদ সদ্য প্রয়াত ছনা উল্লাহর বড় ভাই।

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...