প্রকাশিত: ০৮/০৬/২০১৯ ৪:২৪ পিএম

শাহীন মাহমুদ রাসেল::
কক্সবাজার সদরের বাংলাবাজারে গ্রামের হাতুড়ে ডাক্তার সুব্রত কুমার বিশ্বাসের ভুল চিকিৎসায় তিন বছর বয়সী রিয়াজুল জান্নাত নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত শিশু পিএমখালী ইউনিয়নের উত্তর ডিকপাড়া গ্রামের দিনমজুর আব্দুল মালেকের মেয়ে।

শুক্রবার (৭ জুন) রাতে ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজারে মায়াবী কমিউনিটি সেন্টার সংলগ্ন পল্লী চিকিৎসক সুব্রত কুমার বিশ্বাসের চেম্বারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত শিশুর পরিবার কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ করলে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে অবশ্য পোস্ট মর্টেম (কাঁটাছেড়ার) ভয়ে থানা পুলিশ করতে অপারগতা প্রকাশ করেন বলে জানিয়েছেন স্বজনরা।

নিহত শিশুর মা শারমিন ইয়াসমিন জানিয়েছেন, শুক্রবার (৭ জুন) সকালে রিয়াজুল জান্নাত সামান্য অসুস্থতাবোধ করলে বিকেলে স্থানীয় গ্রাম ডাক্তার সুব্রত কুমারের চেম্বারে নিয়ে যান। চিকিৎসা হিসেবে গ্যাস দেওয়ার পরামর্শ দেন ডাক্তার। সাথে একটি ইনজেকশনও লিখে দেন। তবে, কোন ওষুধ প্রেসক্রাইব করেননি। ডাক্তারের কথামতো ইনজেকশন নেওয়ার পর দুটি যোগ করে গ্যাস দেয়। এরপর অসুস্থ শিশুটিকে ঘুম পাড়িয়ে অপেক্ষা করতে বলেন ডাক্তার সুব্রত।
কিন্তু শিশুর অবস্থা দেখে কিছুক্ষণ পর পর মা ওষুধের কথা জিজ্ঞেস করলে আরোও অপেক্ষায় থাকতে বলেন। অপেক্ষায় থাকার ৩/৪ চার ঘন্টা পর এক পর্যায়ে রাতে শিশুটির অবস্থা আরো অবনতি হলে ডাক্তার ওষুধ না দিয়ে পুনরায় গ্যাস দেওয়ার সময় শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। অবস্থা বেগতিক দেখে রোগিকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। ডাক্তারের কথা মতো হাসপাতালে নেয়ার পথে রিয়াজুল জান্নাত মারা যায়। সন্তান হারা দম্পতির অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই তাদের সন্তানের মৃত্যু হয়েছে।

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ডাক্তার এবং পাশের ফার্মেসী বন্ধ করে পালিয়ে যান।

শিশুর মৃত্যুর ঘটনায় কথিত ডাক্তার সুব্রত প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে শিশুর পরিবারসহ এলাকার একশ্রেণির দালালদের ম্যানেজ করে বিষয়টি ধামাচাপা দেয়ার অপচেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকার সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। চিকিৎসাশাস্ত্রে কোনো উপযুক্ত শিক্ষা ও ফার্মেসির বৈধ অনুমোদন না থাকার পরও শিশু চিকিৎসা দেয়ায় কথিত ডাক্তার সুব্রত কুমারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে নিহত শিশুর পরিবার ও স্থানীয়রা।

পাঠকের মতামত

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ...

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরখাস্ত

এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে নাগরিকত্ব সনদ দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ...