প্রকাশিত: ০৮/১১/২০১৯ ৭:৫১ পিএম

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় কক্সবাজারের আট উপজেলায় ৫০৭টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় উপকূলীয় এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হবে। এছাড়া আশ্রয় নেওয়া দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসনে সন্মেলন কক্ষে আয়োজিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, আট উপজেলার ৫০৭টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখতে এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ২ লাখ ৬২ হাজার নগদ টাকা, ২০৬ মেট্রিক টন চাল বরাদ্দ রাখা হয়েছে। প্রস্তুত রয়েছে রেডক্রিসেন্ট সিপিডি ৬৪৫০ জন উদ্ধারকর্মী, ৯৭টি মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় উপকূলীয় এলাকার মানুষদের শেল্টারে নিয়ে আনা হবে।

কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আবসার বাংলানিউজকে জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে। কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতি ভালো রয়েছে। তবে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। রেডক্রিসেন্ট, ফায়ার সার্ভিসসহ সেবাদানকারী সবকর্মী প্রস্তুত রাখা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কোরিয়ার ৫০ লাখ ডলার অনুদান

কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৫০ লাখ মার্কিন ...

পল্লীবিদ্যুৎকে দায়ী করছে বনবিভাগবৈদ্যুতিক ফাঁদে উখিয়ায় বন্যহাতি নিধন

কক্সবাজারের উখিয়ায় আবারো বৈদ্যুতিক ফাঁদে পড়ে বন্যহাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার রাজাপালং ...

টেকনাফে বাজার সমুহে যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান জোরদারের দাবী

টেকনাফের বিভিন্ন বাজার সমূহে প্রতিনিয়ত যানজটে জনজীবন অতীষ্ট হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। যানজটের জন্য ব্যবসায়ীসহ ...