প্রকাশিত: ০৮/১১/২০১৯ ৭:৫১ পিএম

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় কক্সবাজারের আট উপজেলায় ৫০৭টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় উপকূলীয় এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হবে। এছাড়া আশ্রয় নেওয়া দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসনে সন্মেলন কক্ষে আয়োজিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, আট উপজেলার ৫০৭টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখতে এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ২ লাখ ৬২ হাজার নগদ টাকা, ২০৬ মেট্রিক টন চাল বরাদ্দ রাখা হয়েছে। প্রস্তুত রয়েছে রেডক্রিসেন্ট সিপিডি ৬৪৫০ জন উদ্ধারকর্মী, ৯৭টি মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় উপকূলীয় এলাকার মানুষদের শেল্টারে নিয়ে আনা হবে।

কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আবসার বাংলানিউজকে জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে। কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতি ভালো রয়েছে। তবে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। রেডক্রিসেন্ট, ফায়ার সার্ভিসসহ সেবাদানকারী সবকর্মী প্রস্তুত রাখা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় এইচএসসি ফল বিপর্যয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা

উখিয়ার দুটি কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় ফলাফল আশানুরূপ হয়নি। শিক্ষার্থীদের পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ...

৪৮তম বিসিএস (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত উখিয়ার সন্তান নুরুল আবছার

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার কৃতিসন্তান নুরুল আবছার ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ...

সপ্তাহে ২ দিন ছুটির সুবিধাসহ অফিসার পদে নিয়োগ, কর্মস্থল কক্সবাজার

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সম্প্রতি ইনফরমেশন ম্যানেজমেন্ট অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ...