প্রকাশিত: ০১/০৭/২০২২ ৪:৩৪ পিএম


কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দাদের জন্য একটি হাসপাতাল পরিচালনার সমঝোতা স্মারক সই হয়েছে।

বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ‘উখিয়া স্পেশালাইজড হাসপাতাল’এ সেবাদান ও পরিচালনা সংক্রান্ত এ সমঝোতা স্মারক সই হয়। ১৭ হাজার ৫০০ বর্গফুটের এ হাসপাতালে মোট কক্ষ সংখ্যা ৬০টি । এখানে চোখ ও দাঁতের চিকিৎসা এবং অপারেশন সার্পোটসহ বিভিন্ন ধরণের বিশেষায়িত সেবার সুযোগ আছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জাতি সংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের মধ্যে এ ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় ।
সমঝোতা স্মারকে ইউএনএইচসিআর এর পক্ষে বাংলাদেশে রিপ্রেজেন্টেটিভ জোহানেস ক্ল, স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষে সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর পক্ষে সচিব কামরুল হাসান স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচাল আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ্ রেজওয়ান হায়াতসহ অন্যান্য কর্র্মতারা উপস্থিত ছিলেন। হাসপাতালটি ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর বলপূর্বক ব্যস্তুচ্যুত মিয়ানমার নাগরিক ও স্থানীয় জনগণের চিকিৎসার জন্য মালেশিয়ান সরকার “মালেশিয়ান ফিল্ড হাসপাতাল” নামে চালু করে।

কোভিড-১৯ এর কারণে মালেশিয়ার পক্ষে এ হাসপাতালে সেবা প্রদান ব্যাহত হয় এবং তারা ২০২১ সালের ১৪ মার্চ এ হাসপাতাল পরিচালনায় অপারগতা প্রকাশ করে। মালয়েশিয়ান সরকার পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের কাছে এ হাসপাতালটি হস্তান্তর করে।বাংলাদেশ সরকার এ হাসপাতালটি স্পেশালাইজড হাসপাতাল হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করে।

ইউএনএইচসিআর এ হাসপাতালের জন্য প্রয়োজনীয় ফান্ড সংগ্রহ করে এবং হাসপাতালের অবকাঠামো গড়ে তোলে।

পাঠকের মতামত

দেশজুড়ে মাদকের ভয়ংকর আগ্রাসন,সীমান্তপথে ঢোকে, ছড়ায় ট্রেনে

মধ্যবয়সী আক্তার হোসেনের হাতে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ একটি ফাইল। যাত্রীবেশে চড়েছেন ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে। ট্রেনে ...

শিশুদের সৃজনশীলতা বাড়াবে ‘এনগেজ টুলকিট’: ব্র্যাক আইইডি

প্রচলিত শিক্ষায় শিক্ষকেরা একাডেমিক কারিকুলামকে প্রাধান্য দিয়ে ও নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। ...