প্রকাশিত: ১১/১০/২০২১ ৪:৫৪ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
কক্সবাজারের উখিয়ায় বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা দুষ্কৃতকারী আরসার সদস্যকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (১৪ এপিবিএন)

সোমবার (১১অক্টোবর) দিবাগত রাত ১১ টার দিকে পানবাজার ৯ নং রোহিঙ্গা শিবিরে অভিযান পরিচালনা করে ৮-এপিবিএন সদস্যরা তাদের আটক করেন।

আর্মড পুলিশ ব্যাটালিয়ান সুত্রে জানা যায়, এফডিএমএন ক্যাম্প-০৯ এর সি/১৬ ব্লকের কাঁচাবাজারের সামনের রাস্তার পাশের গলিতে ডাকাতি করার জন্য কয়েকজন রোহিঙ্গা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা ব্লক-সি/১৬, এফডিএমএন ক্যাম্প-৯ এর উল্লিখিত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুস্কৃতিকারীরা দৌঁড়ে পালানোর সময় রোহিঙ্গা দুস্কৃতকারী মুক্তার আহম্মদের ছেলে ওমর ফারুক(১৯), মৃত আব্দুস সালামের ছেলে মোক্তার (৫০), নুর আলমের ছেলে মোহাম্মদ সেলিম (৩৮), লিয়াকত আলীর ছেলে মোঃ আরফাত (২৫) ও সৈয়দ হোসেনের ছেলে মনসুর আলম উভয় এফসিএন নং-১১৮৪২৪ সাং- ব্লক- এ/১ এফডিএমএন ক্যাম্প-১১। এসময় পালিয়ে যায় আরোও ৮/৯ জন রোহিঙ্গা।

তাদের নিকট থেকে ৬ টি কাঠের বাটযুক্ত লোহার তৈরী দা, ২টি কাঠের বাটযুক্ত ছুরি ও ৮ টি লোহার রডের তৈরী ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রুহণের জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ান -৮ এর অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মোঃ কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য গ্রেফতারকৃত ১, ২ ও ৩ নম্বর আসামী ওমর ফারুক,মুক্তার আহাম্মদ, মোহাম্মদ সলিম কথিত আরসার অন্যতম নেতা ডা: ওয়াক্কাস ওরফে নুর কলিম এর ঘনিষ্ঠ সহচর এবং উক্ত সংগঠনের সদস্য, গ্রেফতারকৃত মোঃ আরাফাত কথিত আরসার তালিকাভুক্ত সন্ত্রাসী, অপর গ্রেফতারকৃত মনসুর আলম চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং কথিত আরসার সদস্য বলে জানা গেছে।

পাঠকের মতামত

উখিয়া-টেকনাফে শাহজাহান চৌধুরীর মনোনয়নে আনন্দ-উচ্ছ্বাসের জোয়ার

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের চারবারের সাবেক সাংসদ ও কক্সবাজার জেলা বিএনপির ...

টেকনাফে দখলে থাকা মন্দির পরিদর্শনে বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের নেতারা

কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রায় ২০০ বছরের প্রাচীন দক্ষিণ হ্নীলা (নীলা) বড় বৌদ্ধ বিহারটি দীর্ঘদিনধরে অবৈধভাবে ...

মনোনয়নপত্র বিতরণ কাল; উখিয়া অনলাইন প্রেসক্লাবের নির্বাচন ৮ নভেম্বর

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার (১ ...