প্রকাশিত: ৩০/১১/২০২০ ১০:১৯ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::
কমলা রঙের বিশ্ব নারী, বাঁধার পথ দেবেই পাড়ি এ শ্লোগান কে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ২০২০ উপলক্ষে ১৬ দিন ব্যাপী ক্যাম্পেইন বর্ণাঢ্য আয়োজনে উখিয়ায় শুরু হয়েছে ।
গতকাল রবিবার এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন আহমদ।
উপজেলা প্রশাসনের সহায়তায় ও ইউএনএইচসিআরের ব্যবস্থাপনায় এনজিও সংস্থা লাইট হাউস আয়োজিত অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেচ্ছা বেবি।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন এনজিও সংস্থা লাইট হাউসের প্রধান নিবার্হী হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম ও ইউএনএইচসিআরের হাজারা খানম।
লাইট হাউজের ম্যানেজার সাইদুল আলম সাঈদের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেন্ডার কমপ্লায়েন্স এডভাইজার ওয়াহিদা ইয়াসমিন আরটিএম এর মনিকা বেগম গণ উন্নয়ন কেন্দ্রের বিমালা বালা রায় উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ফারুক আহমদ মহিলা মেম্বার খুরশিদা বেগম ইয়ুথ ফোরামের লিডার শাকিলা ইসলাম। এ সময় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি এনজিও কর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনার উপর গুরুত্ব আরোপ করা হয়।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনে ক্যাম্পেইনের উদ্বোধন ও রঙ্গিন ফুলে সাজিয়ে গাড়ি বহর নিয়ে উখিয়া প্রচার অভিযান শুরু করা হয়।
উল্লখ্য আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত নারীর সহিংসতা প্রতিরোধ ২০২০ উপলক্ষে প্রচার অভিযান চলবে।

পাঠকের মতামত

উখিয়া থানার আলোচিত ইয়াবাকান্ডে ‘শাস্তির মুখে’ জড়িতরা,তদন্ত কমিটি গঠন

কক্সবাজারের উখিয়া থানা পুলিশের অভিযানে অর্থের বিনিময়ে মাদক কারবারিকে ছেড়ে দিয়ে নিরীহ কর্মচারিকে ফাঁসিয়ে দেওয়া ...

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ড্রাইভার রঞ্জনের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি

কক্সবাজার দক্ষিণ বন বিভাগ সরকারি গাড়িচালক রঞ্জন কুমার মজুমদারের বিরুদ্ধে তিন সদস্যের একটি তদন্ত কমিটি ...